‘না বলা কথা,
হাওর কূলের শিশুরা
হাওর কুলে বেড়ে উঠা একদল শিশুদের সাথে কয়েক ঘন্টা কাঁটিয়ে ফিরলাম দিন কয়েক পু্েরব। বানভাসি হিসাবে টানা কয়েকদিন এদের মুখে ফুটে উঠেছিল হতাশার ছায়া আর ভীতি। এমন শিশুকাল আমিও কাটিয়েছি, আপনারাও কাটিয়েছেন। সাধ এবং সাধ্য অনুয়ায়ী কয়েক প্যাকেট পটোটো , চানাচুর নিয়ে হাজির হয়েছিলাম তাদের সামনে। যখন তাদের প্রত্যেকের হাতে পটোটো আর চানাচুরের প্যাকেট তুলে দিচ্ছিলাম তখন ফাঁকে ফাঁকে দেখছিলাম এসব শিশুদের মুখে ক্ষণিক সময়ের জন্য ফুটে উঠেছিল খুশীর ঝিলিক। শিশুরাও আপনজন ভেবে হাসি -খুশী মনে ছুটে আসে আমার কাছে। যখন বিদেয়ে লগ্নে এক ফ্রেমে যুক্ত হই শিমুদের সাথে তখন বারংবার আমার মনে সায় দিচ্ছিল এসব শিশুদের মধ্যেই হয়ত লুকায়িত আছে আগামীর সম্ভাবনা, আগামীর বাংলাদেশ। প্রয়োজন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা, সেই সাথে-তাদের সার্বিক সূরক্ষা।
সবার জন্য শুভ কামনা ও ভালোবাসা রইলো।
হাবিব সরোয়ার আজাদ, দৈনিক যুগান্তর ,স্টাফ রিপোর্টার -৩১.জুলাই রবিবার ২০২২ খ্রষ্টিাব্দ। ছবি ক্রেডিট: শিহাব সরোয়ার শিপু
একটি মন্তব্য পোস্ট করুন