সুশান্তের গল্পটা আর দশটা অভিনেতার জন্য ভীষণ অনুপ্রেরণার। সুশান্তের শুরুটা হয়েছিল ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে। এরপর সিরিয়ালে ব্রেক। কোন গডফাদার ছিল না ইন্ডাস্ট্রিতে। একটা একটা করে সিঁড়ি ভেঙে এসেছিল সিনেমায়। পরিশ্রম করে আসতে হয়েছে বলেই বুঝতে পেরেছিল যে পরিশ্রম করেই যেতে হবে। সুশান্ত অসাধারণ অভিনেতা ছিলেন, অসাধারণ মানুষও ছিলেন বটে।
আমাদের ইন্ডাস্ট্রিতে মানসিক অবসাদকে গুরুত্ব দিয়ে দেখা হয় না। সুশান্তদের সবাই ছুঁয়ে দেখতে চায়, কিন্তু মন ছুঁয়ে যায় না কেউ! এই পেশার প্রেশার, মানসিক অবসাদ কুঁড়ে কুঁড়ে খায়। প্রতিযোগিতার নেগেটিভ একটা রেইসে নামিয়ে দেয়া হয়। অথচ কেউ স্বেচ্ছায় দৌড়াতে চায় না সেখানে।
অন্ধকারে ঢলে পড়ার আগে সুশান্ত কি জানতেন, মানুষ কত সহজে ভুলে যায়? কত সহজে কীর্তিগুলো ঢাকা পড়ে যায় সময়ের স্রোতে! সুশান্তের মতো আর কেউ ঝড়ে না পড়ুক। মনের খবর রাখুক আশপাশের মানুষেরা। হারিয়ে না যাক আর কেউ অবসাদে, বিষাদে। ওপারে ভালো থাকুন সুশান্ত, আপনার রেখে যাওয়া চরিত্রগুলো এপারে ভালো রেখেছে আমাদের।
একটি মন্তব্য পোস্ট করুন