‘না বলা কথা,

জান্নাতের সবুজ পোশাক আর আল্লাহর জিম্মায় থাকবেন যে ব্যক্তি।




সামাজিক সাম্য প্রতিষ্ঠায় ইসলামে রয়েছে অনেক দিকনির্দেশনা। ব্যক্তি, পরিবার কিংবা সামাজিকভাবে অসহায়দের সহযোগিতায় উদ্বুদ্ধ করতে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনেক উপদেশ ও সুসংবাদ দিয়েছেন। এসব সুসংবাদের মধ্যে অন্যতম একটি হলো, দুনিয়ার গরিব-অসহায়দের মৌলিক প্রয়োজনীয় জিনিস কাপড়-চোপড় দান করা। আর তাতে কেয়ামতের দিন জান্নাতে সুবজ পোশাক ও আল্লাহর নিরাপত্তা মিলবে। হাদিসে এসেছে-


- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানকে কাপড় পরলো, তার শরীর আবৃত্ত করল, কেয়ামতে দিন আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতের সবুজ পোশাক পরাবেন। তার শরীর আবৃত্ত করবেন।' (আবু দাউদ)


- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেন যে, কোনো ব্যক্তি কোনো মুসলমানকে কাপড় পরালে যে পর্যন্ত এ কাপড় ওই ব্যক্তির পরনে থাকবে ততদিন পর্যন্ত দানকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজের খাছ হেফাজতে রাখবেন।' (তিরমিজি)


সুতরাং নিজের পরিবার কিংবা প্রতিবেশি, আত্মীয়-স্বজনদের মধ্যে যারা অসহায়, পোশাক পরার কিংবা শরীর ঢাকার মতো কোনো কাপড় নেই। তাদের জন্য নিজের হোক কিংবা নতুন কাপড় দেয়া রয়েছে অনেক উপকারিতা।


হাদিসের ঘোষণা অনুযায়ী বিচারের দিন কাপড় দানকারী জন্য থাকবে জান্নাতের সবুজ পোশাক আর আল্লাহর জিম্মায় থাকবে সে ব্যক্তি।


এ কারণেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেদের পুরনো কাপড়গুলো হলেও গরিবদের দান করার নসিহত পেশ করেছেন। হয়তবা এ আমলেই মুমিন মুসলমান শেষ বিচারের দিন জান্নাতের সবুজ পোশাক ও আল্লাহর কাছে নিরাপত্তা লাভ করবে।

 

দৃষ্টিপাত: সাম্প্রতিকালে সিলেট , সুনামগঞ্জ, নেত্রকোনায় জেলা জুড়ে  হাওর ও সীমান্তজনপদে উজানের পাহাড়ি ঢল বৃষ্টি পাতের কারনে যে ভয়াবহ বন্যা হয়ে গেল , তাতে খোঁজ নিয়ে জানা গেছে অনেক অনেক পরিবারের আসবাবপত্র, হাড়ি পাতিল, কাপড় সহ সব কিছুই বানের পানিতে ভেসে গেছে। আমাদের আশে পাশে এমন দূর্গত পরিবার থাকলে আসুন সবাই মিলে যে যার মত করে সেইসব পরিবারগুলোকে খুঁজে বের করে তাদের পাশে আর কিছু না পারলেও  অন্তত একটি জামা, শাড়ী কিংবা শিশুদের নতুন পোষাক দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করি।

বিনয়াবনত: হাবিব সরোয়ার আজাদ, দৈনিক যুগান্তর, স্টাফ রিপোর্টার-২৮ জুলাই বৃহস্পতিবার ২০২২ খ্রীষ্টাব্দ

Post a Comment

أحدث أقدم